প্রতিবেদন: রিঙ্কি ও সৌরভ, সম্পাদনা: অসীম
চাষের কাজ করে, বাগদা ধরেই চলে আদিবাসী জনগোষ্ঠীর অতি সাধারণ জীবনযাপন। সেই জীবনযাপনেও ছায়া ঘনিয়েছে। সন্দেশখালির আদিবাসী মহল্লার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় অভিযোগ। তাঁদের অভিযোগ, ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে তাঁরা নাকি বঞ্চিত। কী বলছেন তাঁরা? কেমন আছে সন্দেশখালির আদিবাসী গ্রাম?