SAFF Championship

সুনীল সমুদ্রে ডুবে গেল পাকিস্তান! সাফ কাপে বিরাট জয় পেল ভারত

সুনীল ছেত্রীর হ্যাটট্রিক, উদান্তা সিংহের শেষ মুহূর্তের গোল। সাফ কাপে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৯:০০
Share:
Advertisement

২০২২ সালের ২৩ অক্টোবর। অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি পাকিস্তান। ১৬০ রান তাড়া করতে নেমে প্রায় খাদের কিনারেই পৌঁছে গিয়েছিল ভারত। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে প্রেডিকশন মিটারে ভারতের জয়ের আশা ছিল মাত্র ১৫ শতাংশ। সে বার ডুবতে থাকা ভারতকে কার্যত একা হাতে বাঁচিয়ে দিয়েছিলেন ‘চেজ় মাস্টার’। বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৫৩ বলে ৮২ রানের মহাজাগতিক ইনিংস। ম্যাচ শেষে নায়ক কোহলি স্বয়ং বলে গিয়েছিলেন, “এই ইনিংস পরাবাস্তব, বলে বোঝানোর ভাষা নেই।” না, বুধবারের বেঙ্গালুরুর বৃষ্টিভেজা সন্ধ্যা তেমন নাটকীয় ছিল না ঠিকই। কিন্তু সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘সুনীল জয়ে’ লেখা হল নতুন ইতিহাস। সুনীল ছেত্রীর হ্যাটট্রিকের সৌজন্যেই পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। ফুটবল ইতিহাসে যা এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সব থেকে বড় ব্যবধানে জয়। জাতীয় দলের হয়ে এই নিয়ে ৪টি হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী, যা ভারতীয় ফুটবলার হিসাবে সর্বাধিক। শুধু সাফ চ্যাম্পিয়নশিপেই ২১টি গোল হয়ে গেল সুনীলের। সব মিলিয়ে এখন সুনীলের গোলের সংখ্যা ৯০, বিশ্ব তালিকায় যা চতুর্থ। গোলের নিরিখে সচল ফুটবলার হিসাবে এখন লিয়োনেল মেসির (১০৩) পরেই নাম সুনীল ছেত্রীর। বিরাট ভারতের ফুটবল ফ্যানরা এখন একটাই অপেক্ষায়, সুনীলের ‘বিরাটোচিত’ গোলের সেঞ্চুরির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement