জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত! রাজ্যের দাবি, এই সময় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত ২৩ রোগীর। যার মধ্যে রয়েছে আরজি কর হাসপাতালে মৃত্যুর ঘটনাও। পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ, বিধায়কের। ‘দেশদ্রোহী ডাক্তার’ বলে আক্রমণ শাসক নেতার। পাল্টা জবাবে রাজ্যের স্বাস্থ্যের দীনতা নিয়ে সরব চিকিৎসকেরা। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৯০ হাজার ডাক্তার সরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন। এঁদের মধ্যে মাত্র সাড়ে ৭ হাজার জুনিয়র ডাক্তার। যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যের ‘স্বাস্থ্য সঙ্কট’ তৈরি হয়, তাহলে সরকারকেই ভাবতে হবে তারা কী সিস্টেম তৈরি করেছে— প্রশ্ন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।