ব্যারাকপুরের মেয়ে। বাঙালি। অবশ্য এখন অনেকেই চেনে দক্ষিণী অভিনেত্রী পরিচয়ে। বাবা মা নাম রেখেছিলেন পৃথা। সেনগুপ্ত বাড়ির মেয়ে নাম বদলে হলেন মোক্ষ। যুবভারতীতে ডার্বি বাতিলের প্রতিবাদের দিন থেকেই ভাইরাল। সাদা পোশাকে, আরজি করের বিচার দাবিতে পোস্টার লিখে দাঁড়িয়ে থাকা মেয়েটিই হয়ে উঠলেন আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ। কাজের জন্যই আবার ফিরে যেতে হল। যাওয়ার আগে আনন্দবাজার অনলাইনের একান্ত সাক্ষাৎকারে বলে গেলেন, “আজ অভয়া হেরে যাওয়ার অর্থ। প্রতিটি মেয়ে, প্রতিটি বোন, প্রতিটি বাবার হার। যতদিন না আপনারা নিজে বিশ্বাস করছেন, কে এই আসল ধর্ষক— আন্দোলন ছাড়বেন না।”