সন্দীপ ঘোষকে নিয়ে স্বাস্থ্য ভবনের বক্তব্য জানা গেলেও, এখনও জানা যায়নি তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের তদন্তে ঠিক কত দূর এগিয়েছে সিবিআই। তা নিয়ে চিন্তিত আন্দোলনকারীরাও। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও ঠিক এই কারণে অন্ধকারে থাকার দরুণ কর্মবিরতি নিয়ে কোনও সিদ্ধান্তও নিতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সেখানেই তাঁরা স্থির করেন, শুক্রবার তাঁদের একটি প্রতিনিধি দল যাবে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে দেখা করে জানতে চাইবেন তদন্তের গতিপ্রকৃতি। তার পর আবার নিজেদের মধ্যে বৈঠকে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।