Sandeshkhali Incident

‘ভয়ে শাহজাহানকে বলতে পারতাম না’, বেহাল নাগরিক পরিষেবা নিয়ে সাফাই সন্দেশখালির পঞ্চায়েত সদস্যের

‘ভয়ে শাহজাহানকে বলতে পারতাম না’, বেহাল নাগরিক পরিষেবা নিয়ে সাফাই সন্দেশখালির পঞ্চায়েত সদস্যের

প্রতিবেদন: প্রচেতা ও সুদীপ্তা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০
Share:
Advertisement

বেহাল রাস্তা, পানীয় জলের সমস্যা, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা— রাজ্য সরকারের বিরুদ্ধে সন্দেশখালির ঝুপখালির বাসিন্দাদের পাহাড়প্রমাণ অভিযোগ। তাঁদের দাবি, শাসকদলের অনুগামী নন বলেই আবাস যোজনার সাহায্য মেলেনি। “বিজেপি করি, তাই কল থাকলেও জল নেই,” বলছেন তাঁরা। বেপাত্তা শাহজাহান, পুলিশ হেফাজতে শিবু-উত্তম। তা-ও ভয় কাটছে না বলেই জানাচ্ছেন এলাকার লোকেরা। মারধরের অতীত ভুলতে পারছেন না বলে জানাচ্ছেন অনেকেই। অভিযোগ বেড়মজুর-২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য কার্ত্তিকচন্দ্র দাস বলছেন, “ভয়ে শাহজাহান শেখকে এলাকার দাবিদাওয়া জানাতে পারেননি।” নিজের দলের নেতার কাছে যেতে ভয়? কার্ত্তিক বলছেন, “ভয় তো থাকবেই, সব মানুষ যা বলছে, আপনারা তো সবই বুঝতে পারছেন, এ কি আর খুলে বলতে হবে!” ভোটের সময় ‘কিছু জোরজুলুম’ হয়, মেনে নিচ্ছেন সিপিএম থেকে দল বদলে তৃণমূলে যোগ দেওয়া কার্ত্তিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement