প্রতিবেদন: প্রচেতা ও সুদীপ্তা, সম্পাদনা: অসীম
বেহাল রাস্তা, পানীয় জলের সমস্যা, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা— রাজ্য সরকারের বিরুদ্ধে সন্দেশখালির ঝুপখালির বাসিন্দাদের পাহাড়প্রমাণ অভিযোগ। তাঁদের দাবি, শাসকদলের অনুগামী নন বলেই আবাস যোজনার সাহায্য মেলেনি। “বিজেপি করি, তাই কল থাকলেও জল নেই,” বলছেন তাঁরা। বেপাত্তা শাহজাহান, পুলিশ হেফাজতে শিবু-উত্তম। তা-ও ভয় কাটছে না বলেই জানাচ্ছেন এলাকার লোকেরা। মারধরের অতীত ভুলতে পারছেন না বলে জানাচ্ছেন অনেকেই। অভিযোগ বেড়মজুর-২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য কার্ত্তিকচন্দ্র দাস বলছেন, “ভয়ে শাহজাহান শেখকে এলাকার দাবিদাওয়া জানাতে পারেননি।” নিজের দলের নেতার কাছে যেতে ভয়? কার্ত্তিক বলছেন, “ভয় তো থাকবেই, সব মানুষ যা বলছে, আপনারা তো সবই বুঝতে পারছেন, এ কি আর খুলে বলতে হবে!” ভোটের সময় ‘কিছু জোরজুলুম’ হয়, মেনে নিচ্ছেন সিপিএম থেকে দল বদলে তৃণমূলে যোগ দেওয়া কার্ত্তিক।