যত বার কোনও দুর্ঘটনা ঘটে, সমাজের প্রশ্নের মুখে পড়ে মেয়েদের রাত পর্যন্ত বাইরে থাকার প্রসঙ্গ। নারীদের ‘রাতের স্বাধীনতা’ নিয়ে আলোচনা হয় বিস্তর। আরজি কর-কাণ্ডের পর তৎকালীন অধ্যক্ষের বক্তব্য নিয়ে শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদেরই ফসল মেয়েদের ‘রাত দখল’, কলকাতা থেকে শুরু করে যা ছড়িয়ে পড়ল জেলায়, এমনকি অন্য শহরেও।