প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
ইতিমধ্যেই পেশ হয়েছে পুর বাজেট। ঘাটতির বাজেট। ফিরহাদ হাকিম বলেছেন, “যে ভাবে ভেবেছিলাম, এখনও তা পারিনি করতে। একটা বড় আয় চলে যাচ্ছে। চাইলেই রাজস্ব হাতে চলে আসে না, আয় যেমন হচ্ছে তেমন ব্যয়ও হচ্ছে। সংসারের মতো পুরসভাও পরিকল্পনা করেই চালাতে হয়।” কোন পথে রাজস্ব আদায় করলে এই সমস্যার সমাধান হতে পারে? কী বলছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য।