প্রতিবেদন ও সম্পাদনা: তীর্থঙ্কর, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর
রেডিয়ো শোনার চল কমেছে অনেক কালই। কিন্তু মহালয়ার ভোরে আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’ শুনতে এখনও অনেকেই রেডিয়ো সেটের নব ঘোরানোর অনুভূতি ধরে রাখতে চান। মহালয়ার আগে তাই কাজের চাপ বাড়ে অমিত রঞ্জন কর্মকারের। কুমোরটুলির সরু গলিতে তাঁর আট ফুট বাই চার ফুটের দোকান। ৪৫ বছর ধরে সেখানে রেডিও সারান তিনি।
অমিত শুধুই রেডিয়ো সারান না, সংরক্ষণও করেন। নানা ধরনের রেডিয়ো আসে তাঁর কাছে। অনেকেই সারাতে দিয়ে আর ফেরত নিয়ে যান না। সেগুলিকে সযত্নে আগলে রাখেন তিনি।