Qatar

কাতারে ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের ফাঁসির সাজা! প্রাণ বাঁচাতে মরিয়া ভারত

ভারতীয় সেনাকর্মীদের বিরুদ্ধে ইজ়রায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগ। ফাঁসির সাজা ঘোষণা! কাতারের সিদ্ধান্তে হতভম্ব ভারত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৮:০২
Share:
Advertisement

২০২২ সালের ২৬ অক্টোবর গ্রেফতার। অভিযোগ ইজ়রায়েলের হয়ে কাতারে চরবৃত্তি করা হচ্ছে। রবিবার গ্রেফতার হওয়া ৮ ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল কাতার। ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয়েরা হলেন ক্যাপ্টেন নভতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কম্যান্ডার অমিত নাগপাল, কম্যান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কম্যান্ডার সঞ্জীব গুপ্ত, কম্যান্ডার সুগুণাকর পাকালা এবং নাবিক রাজেশ। এঁরা প্রত্যেকেই ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক। কাতার নৌসেনায় সাবমেরিন সংযুক্তিকরণের কাজে নিযুক্ত ছিলেন। এঁদের কাজে নিয়োগ করেছিল ‘দাহরা গ্লোবাল’ নামের একটি সংস্থা।

কাতারের এই সিদ্ধান্তে হতভম্ব ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “মৃত্যুর সাজা ঘোষণা হতচকিত করেছে। পুরো সাজানামার জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং এই ঘটনায় সব রকমের আইনি সহায়তা নেওয়া হয়েছে।” হামাস এবং ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতীয়দের ফাঁসির সাজা ঘোষণার ঘটনা স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়িয়েছে ভারতের। বিশেষত যখন কাতার নিজে মধ্যস্থতা করে মধ্য-পূর্বের যুদ্ধে বিরতি টানার চেষ্টা করছে বলে দাবি করছে। বিশ্লেষক মহলের একাংশ মনে করছে, ফাঁসির সাজা আটকাতে কাতারের উচ্চ আদালতে আবেদন করবে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ভারতীয়দের মুক্তির জন্য সব রকমভাবে চেষ্টা করছে সরকার। নৌসেনার অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমারও সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “প্রাক্তন নৌসেনা কর্মীদের মুক্তির জন্য সব রকমের চেষ্টাই করা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement