renovation of railway stations

শুরু হবে কালিয়াগঞ্জ স্টেশন সংস্কারের কাজ, প্রধানমন্ত্রীর হাতে রবিতে শিলান্যাস

আগামী রবিবার, ৬ অগস্ট, সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২১:২২
Share:
Advertisement

শুরু হতে চলেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেশন সংস্কারের কাজ। সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার, ৬ অগস্ট, সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে।

কালিয়াগঞ্জ স্টেশনের সঙ্গে এ পার এবং ও পা়র বাংলার মানুষের বহু স্মৃতি জড়িয়ে। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই স্টেশন এক কালে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। সেই স্টেশনকে এ বার ‘আধুনিক’ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে সরকারি সূত্রে খবর, স্টেশনের মূল ভবনটিকে অক্ষুণ্ণই রাখা হবে। এই শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement