Banned turtles and parrots rescued from pet shop

উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ এবং টিয়া, উত্তর দিল্লিতে পুলিশি অভিযানে গ্রেফতার ৪

উত্তর দিল্লির একটি দোকানে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১৯টি কচ্ছপ এবং ৪০টি টিয়া উদ্ধার করল দিল্লি পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ২০:০৮
Share:
Advertisement

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদ্ধার বন্যপ্রাণ। উত্তর-দিল্লির একটি দোকানে চলছিল বন্যপ্রাণের অবৈধ বিকিকিনি। পুলিশের ডেপুটি কমিশনারের কাছে সরাসরি এই অভিযোগ নিয়ে যেতেই পদক্ষেপ। পুলিশ অধিকর্তা জয় তিরকের নির্দেশে অভিযান চালায় জেলার তদন্তকারী দল। উদ্ধার হয় বিরল প্রজাতির ১৯টি কচ্ছপ এবং ৪০টি টিয়া। উদ্ধার হওয়া বন্যপ্রাণের মধ্যে ২টি টিয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিল্লির ডেপুটি কমিশনার জয় তিরকে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারায় মামলা রুজু হয়েছে। কারা এই অবৈধ চোরাকারবারির সঙ্গে যুক্ত, কারাই বা এই বিরল প্রজাতির বন্যপ্রাণ কিনছেন, খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement