সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করল ভারত। মূল উদ্দেশ্য, দুই দেশের মধ্যে ১০ হাজার কোটির ব্যবসা। আর তার জন্য আমিরশাহি এবং ভারতের মধ্যে আর্থিক লেনদেন আরও সহজ করতে চুক্তিবদ্ধ হল রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং সে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক। প্রযুক্তিগত শিক্ষার প্রসারে চুক্তিবদ্ধ হল দুই দেশের শিক্ষা মন্ত্রকও। আবু ধাবিতে তৈরি হবে আইআইটি দিল্লির ক্যাম্পাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের আপ্যায়নে তিনি আপ্লুত। তিনি আশাবাদী, আগামী দিনে এই বন্ধুত্ব আরও প্রগাঢ় হবে।