আইপিএলের কারণেই যুব মননে জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের। ইরানও চায় বিদেশি ক্রিকেটাররা ইরানে খেলতে আসুক। ভাল প্রশিক্ষণ, পরিকাঠামোগত উন্নয়ন হলেই দেশের ক্রিকেটের সার্বিক ছবিটা বদলাবে বলে মনে করছেন সে দেশের ক্রিকেট কোচ। আর সে কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আসঘর আলি রাইসির আর্জি, ইরানে ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দিক বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট নিয়ামক সংস্থা। শুধু তাই নয়, ভারতে যে ভাবে ক্রিকেটের প্রশিক্ষণ হয়, আম্পায়ারদের যে ভাবে শেখানো হয়, ইরানেও সেই একই রকম প্রশিক্ষণের বন্দোবস্ত করার আর্জিও রয়েছে তাঁর। আসঘর আলি রাইসির কথায়, মহেন্দ্র সিংহ ধোনিই তাঁর অনুপ্রেরণা। মাহির কাছ থেকেই শিখেছেন ক্রিকেটের পাঠ। ক্রিকেটার তৈরিতে ধোনির শিক্ষা কাজে এসেছে। ক্রিকেট অন্ত প্রাণ রাইসি চাইছেন, ভারতের মতো ইরানেও ক্রিকেটের বিকাশ হোক। সরকারি অনুমোদন না পাওয়ার কারণে যে কাজ আটকে রয়েছে, বিসিসিআইয়ের সহায়তায় তা সম্পন্ন করার আবেদন করেছেন তিনি।