প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
১৫ ফেব্রুয়ারি, ২০১৯— ভারতে প্রথম চালু হয়েছিল বন্দে ভারত রেল পরিষেবা। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ৪ বছরের মধ্যেই ভারতীয় রেল গোটা দেশে ৩৪টি বন্দে ভারত ট্রেন চালাতে সক্ষম হয়েছে। তার মধ্যে রবিবারই উদ্বোধন হল ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এদের মধ্যে দু’টি পাচ্ছে পশ্চিমবঙ্গ। একটি রাঁচী থেকে হাওড়া এবং অন্যটি পটনা থেকে হাওড়া। সপ্তাহে ৬ দিন রাঁচী, পটনা এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত পরিষেবা পাওয়া যাবে। বুধবার দিন এই রুটগুলোতে পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পরিষেবা দিচ্ছে বন্দে ভারত। তাছাড়াও হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে বন্দে ভারত পরিষেবা। নতুন বন্দে ভারতে পটনা-হাওড়া রুটে চেয়ারকারের সর্বনিম্ন ভাড়া ৩৮০ টাকা। এক্সিকিউটিভ কক্ষে সর্বনিম্ন ভাড়া ৭০৫ টাকা। বন্দে ভারতে চেপে চেয়ারকারে পটনা থেকে হাওড়া আসতে খরচ করতে হবে ১,৫০৫ টাকা। আর এক্সিকিউটিভ কক্ষের জন্য একজন যাত্রীকে দিতে হবে ২,৭২৫ টাকা।