প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
গ্রাহকের অজান্তে তাঁর আধারের বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। মোবাইলে মেসেজ পেয়ে চুরির কথা জানতে পারছেন। ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করলে বলা হচ্ছে, তাঁর বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতেই সেই লেনদেন হয়েছে, যেটা তাঁরা আদৌ করেনইনি। কোথায় কী ভাবে সাধারণ মানুষের আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে, তা নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ প্রসাশনও। কাজের সময় আধারের বায়োমেট্রিক তথ্য আনলক করে কাজ মিটে যাওয়ার পর ফের বায়োমেট্রিক লক করার পরামর্শ দিচ্ছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ। সাইবার প্রতারণার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। সে ক্ষেত্রে কী করণীয় তা জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।