Masked Aadhaar

আধার সুরক্ষিত করেছেন কিন্তু তার পরেও টাকা উধাও, কী করবেন?

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে টাকা চুরির ঘটনা ঘটে চলেছে। অপরাধ রুখতে তৎপর প্রশাসন।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫
Share:
Advertisement

গ্রাহকের অজান্তে তাঁর আধারের বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। মোবাইলে মেসেজ পেয়ে চুরির কথা জানতে পারছেন। ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করলে বলা হচ্ছে, তাঁর বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতেই সেই লেনদেন হয়েছে, যেটা তাঁরা আদৌ করেনইনি। কোথায় কী ভাবে সাধারণ মানুষের আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে, তা নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ প্রসাশনও। কাজের সময় আধারের বায়োমেট্রিক তথ্য আনলক করে কাজ মিটে যাওয়ার পর ফের বায়োমেট্রিক লক করার পরামর্শ দিচ্ছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ। সাইবার প্রতারণার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। সে ক্ষেত্রে কী করণীয় তা জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement