মধ্যপ্রদেশের মন্ডলা জেলার পিপেরতোলা গ্রাম। ১০০০ জনের বসতি। পানীয় জল তো দূরস্থান, দৈনন্দিন কাজের জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকুও মেলে না। মাইলের পর মাইল পায়ে হেঁটে শুকিয়ে যাওয়া নদীর বালি খুঁড়ে জল নিতে হয়। শুধু তাই নয়, এই গ্রামে কোন মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হয় না। গ্রামের নাম শুনেই বিয়ে ভেঙে দেয় বলে অভিযোগ। যদিও স্থানীয় প্রশাসনের আশ্বাস, জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে।