এক সময়ের 'বেপরোয়া' রুবেল একদা দত্ত বাড়ির বাধ্য ছেলে, আর এখন 'সুপারস্টার'! নায়িকাও আছেন বিপরীতে। আর কেউ নন, কথা হচ্ছে 'তুই আমার হিরো' ধারাবাহিকের রুবেল দাস এবং মোহনা মাইতিকে নিয়ে। তারকা-জুটির অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে অনুরাগীদের। যদিও দু'জনের মধ্যে বয়সের বিস্তর ফারাক দেখে বোঝার উপায় নেই। কিন্তু তাতে কী! রুবেলের কাছে 'কেমিস্ট্রিই তো আসল রাজা'! নায়িকাই বা কী বলছেন?