প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল। বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের লাঠি। এমনকি লাথিও। যে ঘটনা নিয়ে অস্বস্তিতে পুলিশ প্রশাসন। কসবার ডিআই অফিসের ঘটনায় কোথাও কি কোনও প্ররোচনা ছিল? নাকি পুলিশ চোখ বন্ধ করে ‘হালকা বলপ্রয়োগ’ করে। অবস্থান ব্যাখ্যা করতে এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতা পুলিশের।