সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৭২ ঘণ্টার মধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রশ্ন চাকরিপ্রার্থীদের উপর কেন পুলিশের লাঠি? কোন অপরাধে? পুলিশের হাতে লাঠি থাকে। ঢাল থাকে। আগ্নেয়াস্ত্র থাকে। প্রয়োজনে যা ব্যবহার করা যায়। কখন, কোন অস্ত্র প্রয়োগ— তা নিয়ে পুলিশের রুলবুকে নির্দিষ্ট নির্দেশনামা রয়েছে। কিন্তু লাথি মারা যায় কি?