Durga Puja 2022

ধর্মের বিভেদ মুছে পুজোমণ্ডপে সম্প্রীতির বার্তা

মণ্ডপ গড়া থেকে প্রতিমা তৈরির কাজ, পুজো থেকে বির্সজন সবটাই করেন সব ধর্মের মানুষ।

নিজস্ব সংবাদদাতা
পশ্চিম মেদিনীপুর শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯
Share:
Advertisement

সম্প্রীতির বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরের এক দুর্গা মণ্ডপের থিম ‘পুরো পুজোটাই মাটি’। তবে এই জলকাদার মধ্যেই পুজো মাটি, নাকি থার্মোকল প্লাস্টিকের ব্যবহার বর্জন করে সম্পূর্ণ মাটির জিনিসপত্র দিয়েই মণ্ডপের থিম তা এখনই জানাতে চান না ক্লাব কর্তারা। এই চমক লুকিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। শেখ মোমিন, সামজান পাপ্পু, বাপ্পা, সূর্য ও দীপঙ্কর-সহ সব ধর্ম ও বর্ণের মানুষ নিয়ে গোলকুঁয়া চকের এই সম্প্রীতির দুর্গাপুজো এ বার পা দিল ৪৬তম বর্ষে। এমনকি, মণ্ডপ থেকে প্রতিমা সবটাই করেন পাপ্পু, বাপ্পারা সকলে মিলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement