Partha Chaterjee

Partha chatterjee: ইডির টানা জেরায় ‘অসুস্থ’ পার্থ, চিকিৎসকদের তলব আইনজীবীর

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। তাঁর ইসিজি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:১১
Share:
Advertisement

ইডির তল্লাশি অভিযান চলাকালীন ‘অসুস্থ’ হয়ে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নাকতলার বাড়িতে চিকিৎসকদের ডেকে পাঠান পার্থর আইনজীবী।

একটি সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পার্থর বাড়িতে গিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, পার্থর ইসিজি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে পার্থর বাড়ি থেকে তিন চিকিৎককে বেরোতে দেখা যায়। তবে, শুক্রবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মন্ত্রী বা ইডির তরফ থেকে এ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

শুক্রবার দুপুরে হাইকোর্টের এক আইনজীবীকে পার্থের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। তার দশ মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে যান। বেরোনোর সময় তিনি কিছু বলতে চাননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দেন, মন্ত্রী ভাল আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement