প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
১৯৭৭ সালের ২৭ মার্চ, মাত্র ৩৬ বছর বয়সেই চলে গিয়েছিলেন না ফেরার দেশে। ৫৭ বছর হল তিনি ‘অবর্তমান’। অথচ তাঁর উপস্থিতি যেন আজও উজ্জ্বল। পান্নালাল ভট্টাচার্য— শ্যামাসঙ্গীতের অবিসংবাদিত ‘সাধক’। নিজের সাড়ে তিন দশকের জীবদ্দশায় গেয়েছেন অসংখ্য শ্যামাসঙ্গীত। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে অমরত্ব পেয়েছে ‘আমার সাধ না মিটিলো আশা না পুরিল’। ‘তুই নাকি মা দয়াময়ী’, ‘সকলই তোমার ইচ্ছা’, ‘আমায় দে মা পাগল করে’— এখনও জনপ্রিয় পান্নালালের গাওয়া এমন আরও অনেক শ্যামাসঙ্গীত। দুই বাংলা তো বটেই, এমনকি গোটা বিশ্বেই পান্নালালের শ্যামাসঙ্গীত বাঙালির প্রথম পছন্দ। কালীপুজোয় পান্নালালের গান বাজে না, এমন পুজো মেলা ভার। তাঁর প্রয়াণের প্রায় ছয় দশক পরও তিনি শ্যামাসঙ্গীতের বিকল্পহীন শিল্পী। ফিরে দেখা পান্নালাল ভট্টাচার্য— কাকার স্মৃতিচারণায় ভাইপো দেবাশিস ভট্টাচার্য।