Mental Health

‘প্রাক্তন মনোরোগী’ থেকে শাড়ির নকশাশিল্পী— উত্তরণের রঙিন স্বপ্ন উড়ছে পাভলভের ওয়ার্ডে

পাভলভ মানসিক হাসপাতালের এক ঘরে কাঠের ব্লকে শাড়ি ছাপাচ্ছেন এক ঝাঁক মানুষ। এক সময়ে ওই হাসপাতালেরই আবাসিক ছিলেন তাঁরা।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর ও সুব্রত, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ১৮:২৬
Share:
Advertisement

মনোরোগ জয় করেছেন, কিন্তু জীবনকে জয় করার লড়াইটা যে আরও কঠিন। সুস্থ হলেও সমাজের ‘ট্যাবু’ পিছন ছাড়ে না। নিজের পায়ে যে দাঁড়াবেন, কাজ কোথায়? ‘প্রাক্তন মনোরোগী’— এই ছাপ দেখে আর কেউ কাজ দেয়! তাই নিজেরাই নিজেদের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা। চাদর, পর্দা, ব্যাগ, আর এ বারে শাড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা। এই লড়া‌ইয়ে সিদ্ধার্থ-সুরজিৎ-অপর্ণাদের সঙ্গী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে আসা সংস্থা অঞ্জলি। পাভলভ হাসপাতালের ঘরে চলছে তাদের কাঠের ব্লকে ছাপা শাড়ির বিশাল কর্মযজ্ঞ। সেই সব শাড়ি নিয়েই বাজারে এসেছে নতুন ‘ক্লথলাইন’। সমাজে স্বনির্ভর হয়ে ফেরার এই চ্যালেঞ্জ নিয়েছেন অপর্ণারা। পাশে বন্ধু হিসাবে পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো অনেক চেনা মুখকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement