বর্ষ বিদায়ের বিষাদ নেই, চিড়িয়াখানায় আছে বন্য প্রেমের অন্য সুখ
চিড়িয়াখানায় জনতার ঢল।
প্রতিবেদন: রিঙ্কি
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:২৬
Share:
Advertisement
রবিবাসরীয় ছুটি, তার উপর আবার ৩১ ডিসেম্বর। একদিনেই জোড়া ছুটির আমেজ। আনন্দসন্ধ্যা শুরুর আগে ভ্রমণ পিপাসু জনতার অনেকেরই মন আবার চিড়িয়াখানায়। ‘বন্য প্রেম’। তাই তো বাঘ, সিংহ, ঘোড়া, জিরাফ আর শিম্পাঞ্জি দেখতে জনতার ঢল ‘বন্য পাড়ায়’।