New Year 2024

বিপ্লবীদের ফাঁসির মঞ্চ থেকে নেতাজির সেল— বর্ষ বিদায়ে ইতিহাস দর্শনে বাঙালি

বর্ষবরণের নতুন ‘ডেস্টিনেশন’ আলিপুরের জেল মিউজিয়াম।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৮
Share:
Advertisement

ব্রিটিশ ভারতে নির্মিত কলকাতার প্রাচীনতম সংশোধনাগারের মধ্যে একটি আলিপুর সেন্ট্রাল জেল। যা তৈরি হয়েছিল আজ থেকে ঠিক ১১৭ বছর আগে ১৯০৬ সালে। পরে ‘হেরিটেজ’ ঘোষণা হওয়ার পর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি থেকে এখানে আর কোনও আবাসিককে রাখা হয় না। ২০২২ সালে সরকারি উদ্যোগেই এই জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে। ২০২২ সালে এই আলিপুর জেল মিউজিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী চিত্তরঞ্জন দাস, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বদের স্মৃতি বিজরিত আলিপুর জেল মিউজিয়ামের দরজা। বছর ঘুরতে না ঘুরতে এই ‘হেরিটেজ’ মিউজিয়ামই হয়ে ওঠে কলকাতার অন্যতম ভ্রমণ স্থান। ২০২৩ সালের শেষ দিনেও তার ব্যতিক্রম হল না। উৎসবমুখর জনতা ৩১ ডিসেম্বর সকালে ভিড় জমিয়েছেন আলিপুরের জেল মিউজিয়াম। ছবি তুলে ধরল আনন্দবাজার পত্রিকা অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement