প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: ঋতুপর্ণা
১৫০ বছরের আইনে বদল, ভারতে লাগু হচ্ছে নতুন আইন। ১ জুলাই ২০২৪ সালেই লাগু নতুন আইন, জানাল কেন্দ্র। পূর্বের ফৌজদারি আইনকে সংশোধন করতে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ন– এই তিন বিল তৈরি বলে দাবি কেন্দ্রের। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রায় বিরোধীশূন্য লোকসভায় নতুন ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিল পাশ হয়। রাজ্যসভা হয়ে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সম্মতি স্বাক্ষরের পরেই দেশে কার্যকর হতে চলেছে।