একা হাতে সন্তান মাসাবাকে বড় করেছেন। একা মা বলে যেমন লড়াই করতে হয়েছে, তেমন প্রশংসাও পেয়েছেন। অনেকেই বলেন, নীনা গুপ্তের মতো সাহসী নারী কমই আছে। সেই কত বছর আগে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের এবং কন্যার জন্য। কিন্তু তাঁর বক্তব্য, ‘‘সাহস লেগেছে ঠিকই, তবে আলাদা করে শক্ত নই আমি। জীবনে যেমন যা ঘটে, তা নিয়ে নিজের মতো করে চলি। এতে সাহসের কিছু নেই।’’ বরং লড়াই আছে। যেমন আরও পাঁচ জনের জীবনেও আছে। তাঁর বক্তব্য, ভারতের মতো দেশে মেয়েদের উপর সামাজিক চাপ অনেক বেশি। তাতে যদি পরিবর্তন আনা যায়, সে দিকেই জোর দেওয়া জরুরি।