শুরু হল ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’। দেশ-বিদেশের কবি-সাহিত্যিক থেকে শুরু করে নানা বিষয়ের গবেষক, সাংবাদিক ইতিমধ্যেই জড়ো হয়েছেন অনুষ্ঠান স্থলে। অতিমারির জেরে ২০২১ সালে বন্ধ রাখতে হয় অতিথি সমাগম। সাহিত্য উৎসব হয়েছিল অনলাইনেই। এ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিছুটা পিছিয়ে দেওয়া হয় অনুষ্ঠান। ঠিক হয়েছে, জন সমাগম যেমন হবে জয়পুরের অনুষ্ঠান স্থলে, তেমন অনলাইনেও শোনা যাবে আলোচনাসভা। আজ, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে উৎসব। চলচ্চিত্র থেকে সাহিত্য, নানা দেশের সংস্কৃতি— সবই উঠে আসবে আলোচনায়।