দিল্লি সীমান্ত কার্যত বন্ধ। বসানো হয়েছে সিমেন্টের ব্যারিকেড। ঘিরে ফেলা হয়েছে কাঁটাতারের বেড়ায়। ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। তা সত্ত্বেও এককাট্টা কৃষকেরা। ২০০টিরও বেশি সংগঠনের ডাকে ‘দিল্লি চলো’ অভিযানে রাজধানী না পৌঁছে থামবেন না তাঁরা। ২০২০ সালে কৃষক আন্দোলনের জেরে রাজধানী স্তব্ধ হতে দেখেছিল গোটা দেশ। ১৩ মাস ধরে আন্দোলন চলার পর, কৃষকদের দাবির মুখে কৃষক বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। কী কী দাবিতে ফের পথে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানার কৃষকেরা? দু’বছর আগের ঘটনার পুনরাবৃত্তি দেখবে দিল্লি?