সম্পাদনা: বিজন
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিল নামিবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জ্বালা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। প্রথম দফাতেই ভারতে এসেছিল ‘জ্বালা’। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল। ভারতে আনার পর কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় চিতাগুলিকে। সাত দশক আগে ভারত থেকে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। চিতার সংখ্যা বাড়ানোর প্রাথমিক লক্ষ্য নিয়ে ২০২২ সাল থেকেই নামিবিয়া এবং আফ্রিকার অন্যত্র থেকে ভারতে চিতা নিয়ে আসা হয়েছে।