ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: সৈকত
ডিজিটাল যুগেও হালখাতার ঐতিহ্য হারিয়ে যায়নি বাঙালি জীবন থেকে। নববর্ষের আগে তাই দোকান ছেয়ে যায় লাল কাপড়ে মোড়া হিসাবখাতায়। শিলিগুড়ির বাজারেও এর অন্যথা হয় না। তবে এখানকার হালখাতার বিপণনের সঙ্গে জুড়ে আছে সম্প্রীতির মিঠে সুর। মুসলমান কারিগরেরা বানান হালখাতা, বিক্রিও হয় মুসলমান ব্যবসায়ীর দোকানে। সেই খাতা কিনে নিয়ে যান হিন্দু ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, হালখাতার বাজারে কোনও বৈষম্য নেই। “সেই ট্র্যাডিশন সমানে চলেছে।”