পডকাস্টে মোদীর উপোসের অভিজ্ঞতা, যে কেউ করতে পারেন, আদৌ করা উচিত
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মোদীর পডকাস্ট। উপোস করা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? চিকিৎসকেরাই বা উপোস করা নিয়ে কী বলছেন?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ২০:২৩
Share:
Advertisement
আমেরিকান লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী। সাক্ষাৎকার নেওয়ার আগে প্রায় দু’দিন ধরে উপোস করেন লেক্স। কেন? মোদীরই বা উপোস নিয়ে কী অভিজ্ঞতা? চিকিৎসাবিজ্ঞান কী বলছে উপোস নিয়ে? মনোবিজ্ঞানই বা কী বলে?