দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত শর্মা এখনও বদলি হননি ইলাহাবাদ হাই কোর্টে। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কলেজিয়ামের সদস্য তথা বিচারপতি বর্মার বদলির প্রস্তাবের সঙ্গে তাঁর সরকারি বাসভবন থেকে নগদ উদ্ধারের অভিযোগের কোনও যোগ নেই। এই ঘটনায় ‘ভুয়ো তথ্য এবং রটনা’ ছড়ানো হয়েছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষের প্রশ্ন টাকা উদ্ধারের ঘটনা নিয়ে কেন এত রহস্য এবং বিভ্রান্তিকর খবর?