দীর্ঘদিন মহাকাশে থাকার পর নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়। তা এড়াতেই ৪৫ দিনের রিহ্যাবিলিটেশনে রাখা হয়েছে সুনীতাদের। নিভৃতবাসে থাকাকালীন শরীরের উপর বিশেষ নজর রাখা হবে। তবে প্রত্যেকের শরীরের গঠন, চাহিদা ও ক্ষমতা আলাদা। নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সুনীতাদের যাঁর যেমন প্রয়োজন তাঁকে তেমন ভাবেই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানো হচ্ছে।