Kali Puja 2023

থার্মোকল কেটে সাজিয়ে তোলেন মণ্ডপ, ‘এক হাতে’ই সংসার চালাচ্ছেন একদা পরিযায়ী শ্রমিক মহেশ

পোলবার মহেশ মাহাত রাজস্থানে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। একটি কব্জি কেটে বাদ দিতে হয় তাঁর। এখন থার্মোকল কেটে মণ্ডপ গড়ার কাজ করেন মহেশ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৯:৪৭
Share:
Advertisement

হুগলির পোলবার রাজহাট এলাকার তারাবিহারি গ্রামের বাসিন্দা মহেশ। এলাকায় তিনি ‘এক হাতের বিশ্বকর্মা’ রূপে পরিচিত। মহেশ পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন। কাজের সূত্রে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে সেন্টারিংয়ের কাজ করতেন তিনি। স্বল্প রোজগারে দিন কেটে যেত। কিন্তু বিপদ এল অন্য পথে। কাজ করার সময় উপর থেকে পাটা ভেঙে পড়ে মহেশের হাতের উপর। চিকিৎসকেরা কব্জির উপর থেকে হাতের অংশ কেটে বাদ দিতে বাধ্য হন। এক হাত নিয়ে সেন্টারিংয়ের কাজ করা আর সম্ভব ছিল না। তাই অন্য পথে জীবিকা নির্বাহের উপায় খুঁজছিলেন মহেশ। কিছু দিন সব্জি বিক্রি করেও পেট চালিয়েছেন। এরই মধ্যে থার্মোকল কাটার কাজ শিখে নেন মহেশ। তার পর থেকে থার্মোকল কেটে মণ্ডপ সাজিয়ে তোলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement