‘যা-ই পরি না কেন, লোকে বলে বিকট’! পোশাকের ‘নৈতিকতা’ নিয়ে প্রশ্ন মনোসমাজকর্মী রত্নাবলী রায়ের
“কাজের সঙ্গে পোশাকের কোনও সংঘাত নেই।” বলছেন মনোসমাজকর্মী রত্নাবলী রায়।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬
Share:
Advertisement
সাজ আর কাজের মধ্যে কি দ্বন্দ্ব আছে? কাজের জায়গায় পরার জন্য কি কোনও আদর্শ পোশাক হয়? শিক্ষিকা, উন্নয়নকর্মী বা সমাজকর্মীদের কি যা-ইচ্ছে-তা-ই পোশাক পরা বারণ? পছন্দের পোশাক পরে ট্রোল হলে সামলান কী ভাবে? আড্ডায় মনোসমাজকর্মী রত্নাবলী রায়।