প্রতিবেদন: তীর্থঙ্কর
পুজোর মণ্ডপসজ্জার কাজ স্থগিত রাখতে কলকাতা পুরসভার তরফে শনিবারই নির্দেশ দেওয়া হয়েছিল পুজো কমিটিকে। এত বছর ধরে মহম্মদ আলি পার্কে্র যে জায়গাটিতে পুজো হত, তার নীচেই রয়েছে ভূগর্ভস্থ জলাধার। ২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো হয়েছিল। ২০২০ সালেও সেখানে পুজো হয়। গত বছর করোনা আবহে মূল জায়গা থেকে খানিকটা সরে গিয়ে পুজো করা হয়েছিল। এ বছর আবার মূল জায়গাতেই মণ্ডপ বাঁধা হচ্ছিল। তার পরই পুজোর কাজ বন্ধ করতে শনিবার পুরসভা নোটিস দেওয়ার পর মণ্ডপ খোলার কাজ শুরু হয়েছে।