West Bengal

পুণেয় আস্ত লরি গেলার পর, অন্ডালে পাতালপ্রবেশ কুয়োর! প্রকৃতির আচরণে কোন বিপদের ইঙ্গিত?

পশ্চিম বর্ধমান জেলায় ভূমিধস নতুন কিছু না। কিন্তু বুধবার সকালে ঘটে গেল একটি বেনজির ঘটনা। অন্ডালে একটি আস্ত কুয়ো গিলে খেল প্রকৃতি। সকলের চোখের সামনে কুয়োর পাতালপ্রবেশ ঘটল!

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬
Share:
Advertisement

সীতার পাতালপ্রবেশের কথা জানেন। কিন্তু কুয়োর পাতালপ্রবেশ শুনেছেন কখনও! সম্প্রতি মহারাষ্ট্রে রাস্তার গর্তে সেঁধিয়ে গিয়েছে একটি বিশাল লরি এবং বাইক। এ বার আস্ত একটি কুয়ো ঢুকে গেল মাটির নীচে। তা-ও আবার এই বাংলায়। যা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় মানুষের। তাঁদের আশঙ্কা, রাতের অন্ধকারে এ ভাবে হয়তো একদিন তাঁদেরও গ্রাস করবে প্রকৃতি। ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডালের। খনি এলাকা হওয়ায় সেখানে ধসের সমস্যা নতুন নয়। কিন্তু যে ভাবে সকলের চোখের সামনে আস্ত কুয়োর পাতালপ্রবেশ ঘটল, তাতে আতঙ্কিত মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement