Durga Puja 2022

জমিদারি নেই, ভগ্নপ্রায় বাড়িতে আজও রীতি মেনে মায়ের আরাধনায় শামিল পারুলিয়ার মণ্ডল পরিবার

প্রায় ৩০০ বছর আগে হুগলি নদীর পাড়ে বেশ কয়েকটি গ্রাম নিয়ে জমিদারি শুরু করেছিলেন কালীকুমার। ২৭১ বছর আগে দুর্গা পুজো শুরু করেছিলেন জমিদার কালীকুমার মণ্ডল, যা আজও চলছে।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭
Share:
Advertisement

জমিদারি আর নেই। প্রাসাদের মতো বাড়িও ভগ্নপ্রায়। তা বলে মায়ের আরাধনায় ত্রুটি রাখেন না ডায়মন্ড হারবারের পারুলিয়া গ্রামের মণ্ডল পরিবারের সদস্যরা। ২৭১ বছর আগে দুর্গা পুজো শুরু করেছিলেন জমিদার কালীকুমার মণ্ডল, যা আজও চলছে। প্রায় ৩০০ বছর আগে হুগলি নদীর পাড়ে বেশ কয়েকটি গ্রাম নিয়ে জমিদারি শুরু করেছিলেন কালীকুমার। প্রায় ২৭১ বছর আগে ডায়মন্ড হারবারে বন্যা হয়েছিল। কথিত, সেই রকম একটি বন্যার রাতে স্বপ্নাদেশ পান জমিদার কালীকুমার। দেবী স্বপ্নাদেশে জানান, কাঠামো রূপে বাড়ির দোর গোড়ায় ভেসে এসেছেন তিনি। এর পর সেই কাঠামোতেই শুরু হয় পুজো। আগে পুজো উপলক্ষে বাড়িতে বসত নহবত। ঢাক ঢোল আর কাঁসরের আওয়াজে গমগম করত গোটা গ্রাম। কবিগান, বাইজি নাচের আসর বসত সারা রাত। সাহেবরাও যোগ দিতেন। চলত ভোজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement