Mamata Banerjee

যিশুর মতো আমি সমালোচকদের বলি, ওরা জানে না কী ভুল করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

চাইলে ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি করতে পারতাম, করিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৯:৩৪
Share:
Advertisement

নিজের বিধানসভা ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। একশো দিনের ৭,০০০ কোটি টাকা বকেয়া, রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদীও। গুজরাতে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদীর নামে। যার সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার প্রচার চাই না, আমি নিজের নামে স্টেডিয়াম বানাই না।” এ দিন পুলিশের উপর আটা ছোড়ার ঘটনারও চরম নিন্দা করেন তিনি। সেই প্রসঙ্গে রাজ্যের তৎকালীন বাম সরকারের সমালোচনাও করেন মমতা। কেন তৃণমূলকে চোর বলে দেগে দেওয়ার চেষ্টা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি মুখ্যমন্ত্রী হবার সুবাদে দেড় লক্ষ টাকার বেতন পান। ৭ বারের সাংসদ তিনি। এক লক্ষ টাকার উপরে পেনশন পান। চাইলেই পেতে পারেন আরও অনেক সুবিধাও। তিনি চাইলে ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি করতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। বরং নিন্দুকদের উদ্দেশে তাঁর উদার বাণী, ‘‘যিশুর মতো আমি সমালোচকদের বলি, ওরা জানে না কী ভুল করছে!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement