SSC Recruitment

‘বারবার সুযোগ পেয়েও প্রত্যেক বারই হারাচ্ছি’, হতাশ উচ্চ প্রাথমিকে ‘বাতিল’ প্রার্থী

কাউন্সেলিংয়ে ডাক পেয়েছিলেন, তালিকার প্রথমে নাম থাকা সত্ত্বেও বয়সের উর্দ্ধসীমা পেরিয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলেন না হুগলির মহাশ্বেতা পাঠক।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৬:১৪
Share:
Advertisement

হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের দফতরে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের মেধা তলিকায় রয়েছে ১৩ হাজার ৩৩৪ জনের নাম। প্রথম পর্যায়ে ন’হাজার প্রার্থীর কাউন্সেলিং হবে। এর পর অনুপস্থিতির সংখ্যা দেখে অপেক্ষমান চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে। প্রথম দিন কাউন্সেলিংয়ের তালিকায় প্রথম নামটি যাঁর, সেই মহাশ্বেতা পাঠক ডাক পাওয়ার পরেও বাতিল হয়ে গেলেন বয়সের উর্দ্ধসীমা পেরিয়ে যাওয়ার যুক্তিতে। যদিও তাঁর দাবি তিনি এতদিন পর্যন্ত যে প্রক্রিয়ার অংশ ছিলেন, আজ হঠাৎ সেখানে বয়সের কথা বলে তাঁকে বাদ দেওয়া হল কেন? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সংরক্ষিত পার্শ্ব শিক্ষকদের তালিকা থেকে যদি নিয়োগের নির্দেশ দেয় হাই কোর্ট তবে তিনি আবারও সুযোগ পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement