বিরিয়ানি-লাচ্ছা-সিমাইয়ের ইদ, নতুন পোশাক কি পেল ফুটপাতের শিশুরা?
কলকাতা উত্তর থেকে দক্ষিণ, শহরের ফুটপাথে ছড়িয়ে ছিটিয়ে বাসা বেঁধেছেন অনেক গৃহহীনই। উৎসবের দিনে কী করেন এঁরা ?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:৫৬
Share:
Advertisement
একমাস ব্যাপী রোজা শেষ। ইদের আনন্দে মেতেছেন শহরবাসী। সকালের নমাজের পর একে অপরকে আলিঙ্গন করার পালা। তারপর দেদার খানাপিনা। শহরের ফুটপাথে কি ছবিটা একই রকম?