Salary Hike

২৪ শতাংশ বৃদ্ধি, বেতন বাড়ল সাংসদদের, দিনে আয় ৫৫,০০০ টাকা!

২ লক্ষ ৫৪ হাজার টাকা মাসে। বছরে সরকার এক জন সাংসদকে দেয় ৩০ লক্ষ ৪৮ হাজার টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:২৬
Share:
Advertisement

আবার বেতন বাড়ল সাংসদদের। সংসদ সভ্যদের মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল ১ লক্ষ ২৪ হাজার টাকা। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে, সাংসদদের এই বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। ২০১০ সালে মনমোহন সিংহের সরকার সাংসদদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করে ৫০,০০০ টাকা। বৃদ্ধির নিরিখে যা এখনও সর্বোচ্চ। ২০১৮ সালে নরেন্দ্র মোদীর সরকার তার উপর আরও ৫০ শতাংশ ‘হাইক’ দেয়। যার সুবাদে, সাংসদদের মাসিক বেতন ৫০ হাজার থেকে এক লাফে পৌঁছায় এক লাখে। ছ’বছরের মধ্যেই বেতন বাড়ল আরও ২৪ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement