অবিরাম বৃষ্টি, আর তার জেরে স্থানে স্থানে ধস। জোড়া বিপত্তির জেরে গত ২১ দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে জাতীয় সড়ক বরাবর সিকিমের সঙ্গে বাকি দেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দাবি, এর ফলে তাঁর রাজ্যে দৈনিক ক্ষতির পরিমাণ পৌঁছেছে ১০০ কোটি টাকায়। আর পর্যটন সংস্থাগুলির মিলিত সংগঠনের মুখপাত্রের দাবি, গত তিন সপ্তাহে কেবলমাত্র পর্যটন খাতে লোকসান হয়ে গিয়েছে প্রায় ৭০ কোটি টাকা। স্বভাবতই, জাতীয় সড়ক চালু হবে কবে, এই প্রশ্নের পাশাপাশি উঠে গিয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেন প্রতি বর্ষায় বার বার থমকে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কের গতি? ওয়াকিবহাল মহলের অনেকেই কিন্তু মনে করছেন, বৃষ্টি বা ধস নয়, ১০ নম্বর জাতীয় সড়কের এমন ঘনঘন বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তিস্তা নদীর বদলে যাওয়া রূপ।