Sikkim Flood

সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধের কারণ কি ঘনঘন ধস, নাকি বদলে যাওয়া তিস্তা নদী?

বিগত তিন সপ্তাহ ধরে বন্ধ সিকিমের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক। অনেকেই এই রাস্তাকে সিকিমের লাইফলাইন বলে থাকেন। কিন্তু কেন বার বার বৃষ্টি হলেই থমকে যাচ্ছে জাতীয় সড়ক?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৭:০৪
Share:
Advertisement

অবিরাম বৃষ্টি, আর তার জেরে স্থানে স্থানে ধস। জোড়া বিপত্তির জেরে গত ২১ দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে জাতীয় সড়ক বরাবর সিকিমের সঙ্গে বাকি দেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দাবি, এর ফলে তাঁর রাজ্যে দৈনিক ক্ষতির পরিমাণ পৌঁছেছে ১০০ কোটি টাকায়। আর পর্যটন সংস্থাগুলির মিলিত সংগঠনের মুখপাত্রের দাবি, গত তিন সপ্তাহে কেবলমাত্র পর্যটন খাতে লোকসান হয়ে গিয়েছে প্রায় ৭০ কোটি টাকা। স্বভাবতই, জাতীয় সড়ক চালু হবে কবে, এই প্রশ্নের পাশাপাশি উঠে গিয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেন প্রতি বর্ষায় বার বার থমকে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কের গতি? ওয়াকিবহাল মহলের অনেকেই কিন্তু মনে করছেন, বৃষ্টি বা ধস নয়, ১০ নম্বর জাতীয় সড়কের এমন ঘনঘন বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তিস্তা নদীর বদলে যাওয়া রূপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement