প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
মাধ্যমিক পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এগিয়ে এসেছে পরীক্ষার সময়। পরীক্ষা শুরু হবে বেলা ১০টা থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে, প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার আগে পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। https://wbbse.wb.gov.in -এ ক্লিক করলে জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বরও দেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদেরও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালুর নির্দেশ নবান্নের।