শুধু কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলেই মিলবে উত্তর। বড়জোর জিজ্ঞাসা করা যেতে পারে, ‘‘আপনি কেমন আছেন?’’ তার বাইরে অন্য কোনও বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমে তিনি কোনও জবাব দেবেন না। দলীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। স্পষ্ট জানিয়ে দিলেন, নির্দিষ্ট কোনও বিষয়ে সংবাদমাধ্যমে আগামী কিছু দিন মুখ খুলবেন না তিনি। তার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে তাঁর আর্জি, ‘‘আপনারা আমায় ভুল বুঝবেন না।’’
রবিবার একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন বলেন, ‘‘আমি আমার রাজনৈতিক দলের নামে শপথ করছি, কোনও কর্মসূচির বিষয় ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে অন্য কোনও বিষয়ে কথা বলব না।’’ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমায় যদি জিজ্ঞাসা করেন, ‘আপনি কেমন আছেন?’ আমি তার উত্তর দেব। কিন্তু নির্দিষ্ট কোনও বিষয়ে আমি বাইট দেব না। যা বলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে বলব। সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা আমায় ভুল বুঝবেন না। আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট থাকবে। শুধু আমার কাছে এসে বুম ধরে বলবেন না, ‘এই বিষয় নিয়ে কিছু বলুন’।’’