পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন মদন মিত্র। ভোটের ‘খেলা শুরু’ হয়ে গিয়েছে বলে দাবি করে কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য, ‘‘কোদাল-কাস্তে হাতে থাকলে বিজেপির দস্যু-ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না।’’
মদনের ওই মন্তব্য নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা। ‘গাজোয়ারি’ করে পঞ্চায়েত ভোটে জেতা যাবে না বলে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আগেই বার্তা দিয়ে রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষনেতৃত্বের সেই ‘নির্দেশ’ অমান্য করে মদন কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে দলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে।