BJP

মোদীর জন্য মন খারাপ, গীতাপাঠে এসে ‘সনাতনী’রা ফিরলেন সাধু সঙ্গের ‘আনন্দ’ নিয়ে

যুগের ছন্দে ছন্দ মিলিয়ে সনাতনী ধর্মের প্রত্যাবর্তন হল: ভারতী ঘোষ

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪
Share:
Advertisement

ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ২৪ ডিসেম্বরের এমন সকাল এর আগে কখনও দেখেনি কলকাতা। রাজনৈতিক সভার সুদীর্ঘ ইতিহাস থাকলেও ব্রিগেডে এই প্রথম অনুষ্ঠিত হল কোনও ‘ধর্মীয় সভা’। সৌজন্যে রাজ্য বিজেপি। কথা ছিল, পশ্চিমবঙ্গ বিজেপির ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে আলোচনা হলেও শেষ পর্যন্ত সশরীরে ব্রিগেডে এসে উপস্থিত হতে পারেননি তিনি। যদিও এ দিন গীতাপাঠে অংশগ্রহণ করা অনেকেই চেয়েছিলেন ব্রিগেডের মাঠে মোদীর দেখা পাবেন তাঁরা। সেটা না হওয়ায় স্বাভাবিক কারণেই মন খারাপ অনুরাগীদের অনেকেরই। তবে গীতাপাঠের সঙ্গে সাধু সঙ্গের ‘সৌভাগ্য’ অর্জন করতে পারায় গীতাপাঠে অংশগ্রহণকারীরা খুশি। উল্লেখিত বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ আনন্দবাজার অনলাইনকে বলেন, “যুগের ছন্দে ছন্দ মিলিয়ে সনাতনী ধর্মের প্রত্যাবর্তন হল। বাংলার নবজাগরণ হল।” যদিও রাজনৈতিক মহলের একাংশের অবশ্য দাবি, লোকসভা ভোটের আগে ধর্মের মোড়কে আসলে রাজনীতিই করা হল। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি, মত তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement