TET

টেট পরীক্ষায় প্রশ্ন ‘ফাঁস’! ‘কালিমালিপ্ত করার চেষ্টা, তদন্ত হবে’, জানাল পর্ষদ

১২টায় পরীক্ষা শুরু। এক ঘণ্টার মধ্যেই প্রশ্ন ফেসবুকে?

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬
Share:
Advertisement

দিন নিয়ে জটিলতার পর আদালতের নির্দেশেই টেট পরীক্ষা হল ২৪ ডিসেম্বর। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন লক্ষাধিক প্রার্থী। সকাল ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ১১টা পর্যন্ত পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি ছিল। ১১টা বেজে ৪৫ মিনিটে দিয়ে দেওয়া হয় প্রশ্ন। ১২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রশ্ন ফাঁস? অভিযোগ, প্রশ্নপত্রের যে অংশ ফেসবুকে ভাইরাল হয়েছে তার সঙ্গে মিল রয়েছে টেট পরীক্ষার প্রশ্নের। যদিও পর্ষদ সচিব পার্থ কর্মকারের বক্তব্য, তাঁদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। প্রশ্ন ফাঁস প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পর্ষদকে কালিমালিপ্ত করতেই কোনও অসাধু ব্যক্তি এই কাজ করেছেন। সংবাদমাধ্যমের থেকেই জানতে পেরেছি, কোনও লিখিত অভিযোগ এখনও পাইনি। পর্ষদ তদন্ত করবে এবং যাবতীয় ব্যবস্থা নেবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement